পরিচ্ছেদঃ মহানবী (ﷺ) এর বিনয়
(২৭৫৮) উম্মে খালেদ বিনতে খালেদ বলেন, একদা আববার সাথে আমি আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এলাম। আমার গায়ে হলুদ জামা ছিল। তা দেখে তিনি আমাকে (হাবশী ভাষায়) বললেন, ’সানাহ-সানাহ’ (সুন্দর-সুন্দর)। অতঃপর আমি তাঁর পিঠের ওপরে নবুঅতের মোহর নিয়ে খেলতে গেলাম। তা দেখে আমার আববা আমাকে ধমক দিলেন। কিন্তু তিনি বললেন, ’ছেড়ে দাও ওকে।
عَنْ أُمِّ خَالِدٍ بِنْتِ خَالِدِ بْنِ سَعِيدٍ قَالَتْ أَتَيْتُ رَسُوْلَ اللهِ ﷺ مَعَ أَبِـيْ وَعَلَيَّ قَمِيصٌ أَصْفَرُ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ سَنَهْ سَنَهْ قَالَتْ فَذَهَبْتُ أَلْعَبُ بِخَاتَمِ النُّبُوَّةِ فَزَبَرَنِي أَبِـيْ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ دَعْهَا
عن ام خالد بنت خالد بن سعيد قالت اتيت رسول الله ﷺ مع ابـي وعلي قميص اصفر قال رسول الله ﷺ سنه سنه قالت فذهبت العب بخاتم النبوة فزبرني ابـي قال رسول الله ﷺ دعها
(বুখারী ৩০৭১)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৬/ ফাযায়েল