পরিচ্ছেদঃ মহানবী (ﷺ) এর নামাবলী
(২৭২০) হুযাইফা (রাঃ) কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতে ২৭ জন মিথ্যুক দাজ্জাল (নবুঅতের দাবীদার) হবে। তাদের মধ্যে ৪ জন হবে মহিলা! অথচ আমিই ’খাতামুন নাবিয়্যীন’ (শেষনবী), আমার পরে কোন নবী নেই।
عَنْ حُذَيْفَةَ رَضِيَ اللهُ تَعَالٰـى عَنْهُ قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ ﷺ يَكُونُ فِي أُمَّتِي دَجَّالُونَ كَذَّابُونَ سَبْعَةٌ وَعِشْرُونَ مِنْهُمْ أَرْبَعَةُ نِسْوَةٍ وَأَنَا خَاتَمُ النَّبِيِّينَ لا نَبِيَّ بَعْدِي
عن حذيفة رضي الله تعالـى عنه قال : قال رسول الله ﷺ يكون في امتي دجالون كذابون سبعة وعشرون منهم اربعة نسوة وانا خاتم النبيين لا نبي بعدي
(ত্বাবারানীর কাবীর ২৯৫৫, সিঃ সহীহাহ ১৯৯৯)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ হুযায়ফাহ ইবন আল-ইয়ামান (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৬/ ফাযায়েল