পরিচ্ছেদঃ চাষাবাদের মাহাত্ম্য
(২৫১৯) আনাস বিন মালিক (রাঃ) কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত কায়েম হয়ে গেলেও তোমাদের কারো হাতে যদি কোন গাছের চারা থাকে এবং সে তা এর আগেই রোপন করতে সক্ষম হয়, তবে যেন তা রোপন করে ফেলে।
عَنْ أَنَسٍ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ إِنْ قَامَتْ السَّاعَةُ وَبِيَدِ أَحَدِكُمْ فَسِيلَةٌ فَإِنْ اسْتَطَاعَ أَنْ لَا يَقُومَ تقوم حَتّٰـى يَغْرِسَهَا فَلْيَفْعَلْ
عن انس بن مالك قال قال رسول الله ﷺ ان قامت الساعة وبيد احدكم فسيلة فان استطاع ان لا يقوم تقوم حتـى يغرسها فليفعل
(বুখারীর আদাব ৪৭৯, আহমাদ ১২৯৮১, সহীহুল জামে’ ১৪২৪)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আনাস ইবনু মালিক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৩/ বাণিজ্য ও উপার্জন