পরিচ্ছেদঃ জালিয়াতি ও ধোঁকাবাজি হারাম
(২৫১০) উক্ত রাবী (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, (ক্রয় করার ইচ্ছা না থাকা সত্ত্বেও বিক্রেতার জিনিসের মূল্য বৃদ্ধি করার জন্য ক্রেতা আকৃষ্ট ক’রে) দালালি করো না।
وَعَنهُ : أَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ لاَ تَنَاجَشُوا متفق عَلَيْهِ
وعنه : ان رسول الله ﷺ قال لا تناجشوا متفق عليه
(বুখারী ২১৪০, মুসলিম ৩৫২৫)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৩/ বাণিজ্য ও উপার্জন