পরিচ্ছেদঃ জিহাদ ওয়াজেব এবং তাতে সকাল-সন্ধ্যার মাহাত্ম্য
(১৯৮৯) আবূ যার্র (রাঃ) কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বীয় আত্মা ও কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ হল মানুষের সর্বশ্রেষ্ঠ জিহাদ।
عَنْ أَبِي ذَرٍّ قَالَ قَالَ رسول الله ﷺ أفضل الجهاد أن يجاهد الرجل نفسه و هواه
عن ابي ذر قال قال رسول الله ﷺ افضل الجهاد ان يجاهد الرجل نفسه و هواه
(ইবনে নাজ্জার, সহীহুল জামে’ ১০১৯)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ যার আল-গিফারী (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২০/ (আল্লাহর পথে) জিহাদ