পরিচ্ছেদঃ প্রতিবেশীর অধিকার এবং তার সাথে সদ্ব্যবহার করার গুরুত্ব
(১৭৭৪) আবূ উমামাহ (রাঃ) কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে তোমাদের প্রতিবেশীর ব্যাপারে অসিয়ত করছি।
عَنْ أَبِيْ أُمَامَةَ قَالَ قَالَ رسول الله ﷺ أُوصِيكُم بِالجَار
عن ابي امامة قال قال رسول الله ﷺ اوصيكم بالجار
(মাকারিমুল আখলাক, খারাইত্বী, সহীহুল জামে ২৫৪৮)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ উমামাহ্ বাহিলী (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
১৭/ হক ও অধিকার