পরিচ্ছেদঃ আত্মীয়তা অক্ষুন্ন রাখার গুরুত্ব
(১৭৫৫) আবূ আব্দুল্লাহ আমর ইবনে আ’স (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে গোপনে নয় প্রকাশ্যে বলতে শুনেছি, তিনি বলেছেন, অমুক গোত্রের লোকেরা (যারা আমার প্রতি ঈমান আনেনি তারা) আমার বন্ধু নয়। আমার বন্ধু তো আল্লাহ এবং নেক মু’মিনগণ। কিন্তু ওদের সাথে আমার রক্তের সম্পর্ক রয়েছে, আমি (দুনিয়াতে) অবশ্যই তা আর্দ্র রাখব।
وَعَن أَبي عَبدِ اللهِ عَمرِو بنِ العَاصِ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ : سَمِعتُ رَسُولَ اللهِ ﷺ جِهَاراً غَيْرَ سِرٍّ يَقُولُإنَّ آل أَبِي فُلاَنٍ لَيْسُوا بِأولِيَائِي إِنَّمَا وَلِيِّيَ اللهُ وَصَالِحُ المُؤْمِنينَ وَلَكِنْ لَهُمْ رَحِمٌ أبُلُّهَا بِبلاَلِهَا متفقٌ عليه واللفظ للبخاري
وعن ابي عبد الله عمرو بن العاص رضي الله عنهما قال : سمعت رسول الله ﷺ جهارا غير سر يقولان ال ابي فلان ليسوا باولياىي انما وليي الله وصالح المومنين ولكن لهم رحم ابلها ببلالها متفق عليه واللفظ للبخاري
(বুখারী ৫৯৯০, মুসলিম ৫৪১, শব্দ বুখারীর)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইবনু আমর ইবনুল আস (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
১৭/ হক ও অধিকার