পরিচ্ছেদঃ কুরআনের তাফসীর
(১৪৮৪) আবূ সাঈদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ কেউ এই কুরআনের ব্যাখ্যার উপর লড়বে, যেমন আমি ওর অবতরণের উপর লড়ছি।
عَنْ أَبِي سَعِيدٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ إِنَّ مِنْكُمْ مَنْ يُقَاتِلُ عَلَى تَأْوِيلِهِ كَمَا قَاتَلْتُ عَلَى تَنْزِيلِهِ
عن ابي سعيد قال قال رسول الله ﷺ ان منكم من يقاتل على تاويله كما قاتلت على تنزيله
(মুসনাদে আহমাদ ১১২৮৯, নাসাঈ, ইবনে হিব্বান)