পরিচ্ছেদঃ রুকনদ্বয়ের মাহাত্ম্য
(১১৭০) আয়েশা (রাঃ) বলেন, আমি আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করলাম, হিজর কি কা’বার অংশ? উত্তরে তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, তাহলে তা কা’বার মধ্যে শামিল নয় কেন? বললেন, তোমার সম্প্রদায়ের অর্থ কম পড়ে গিয়েছিল।
عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَسسنْهَا قَالَتْ سَأَلْتُ النَّبِيَّ ﷺ عَنْ الْجَدْرِ أَمِنَ الْبَيْتِ هُوَ؟ قَالَ نَعَمْ قُلْتُ: فَمَا لَهُمْ لَمْ يُدْخِلُوهُ فِي الْبَيْتِ قَالَ إِنَّ قَوْمَكِ قَصَّرَتْ بِهِمْ النَّفَقَةُ
عن عاىشة رضي الله عسسنها قالت سالت النبي ﷺ عن الجدر امن البيت هو؟ قال نعم قلت: فما لهم لم يدخلوه في البيت قال ان قومك قصرت بهم النفقة
(বুখারী ১৫৮৪, মুসলিম ৩৩১৩)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আয়িশা বিনত আবূ বাকর সিদ্দীক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
১০/ হজ্জ