পরিচ্ছেদঃ সোমবার ও বৃহস্পতিবার সিয়াম রাখার ফযীলত
(১০৯০) আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, (মানুষের) আমলসমূহ সোম ও বৃহস্পতিবারে (আল্লাহর দরবারে) পেশ করা হয়। তাই আমি ভালবাসি যে, আমার আমল এমন অবস্থায় পেশ করা হোক, যখন আমি সিয়ামের অবস্থায় থাকি।
وَعَنْ أَبِيْ هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللهِ ﷺ قَالَ تُعْرَضُ الأَعْمَالُ يَومَ الاِثْنَيْنِ وَالخَمِيسِ فَأُحِبُّ أَنْ يُعْرَضَ عَمَلِي وَأنَا صَائِمٌرواه الترمذي وقالحديث حسن
وعن ابي هريرة عن رسول الله ﷺ قال تعرض الاعمال يوم الاثنين والخميس فاحب ان يعرض عملي وانا صاىمرواه الترمذي وقالحديث حسن
(তিরমিযী ৭৪৭ সহীহ তারগীব ১০২৭)