৯৪০

পরিচ্ছেদঃ দানশীলতা এবং আল্লাহর উপর ভরসা করে পুণ্য কাজে ব্যয় করার বিবরণ

(৯৪০) আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, একদা তাঁরা একটি ছাগল জবাই করলেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছাগলটির কতটা (মাংস) অবশিষ্ট আছে? (আয়েশা) বললেন, কেবলমাত্র কাঁধের মাংস ছাড়া তার কিছুই বাকী নেই। তিনি বললেন, (বরং) কাঁধের মাংস ছাড়া সবটাই বাকী আছে।

* অর্থাৎ, আয়েশা (রাঃ) বললেন, তার সবটুকু মাংসই সাদকা করে দেওয়া হয়েছে এবং কেবলমাত্র কাঁধের মাংস বাকী রয়ে গেছে। উত্তরে তিনি বললেন, কাঁধের মাংস ছাড়া সবই আখেরাতে আমাদের জন্য বাকী আছে। (আসলে যা দান করা হয়, তাই বাকী থাকে।)

وَعَن عَائِشَةَ رَضِيَ اللهُ عَنهَا: أنَّهُمْ ذَبَحُوا شَاةً فَقَالَ النَّبِيُّ ﷺ مَا بَقِيَ مِنْهَا قَالَت: مَا بَقِيَ مِنْهَا إِلاَّ كَتِفُها قَالَ بَقِيَ كُلُّهَا غَيْرُ كَتِفِهَا رواه الترمذي وقال حديث صحيح

وعن عاىشة رضي الله عنها انهم ذبحوا شاة فقال النبي ﷺ ما بقي منها قالت ما بقي منها الا كتفها قال بقي كلها غير كتفها رواه الترمذي وقال حديث صحيح

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
৭/ যাকাত ও সাদকা