৮২৬

পরিচ্ছেদঃ বিতরের প্রতি উৎসাহ দান, তা সুন্নতে মুআক্কাদাহ এবং তা পড়ার সময়

(৮২৬) আবূ সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজর হওয়ার পূর্বেই তোমরা বিতর পড়ে ফেল।

وَعَنْ أَبيْ سَعِيدٍ الخُدرِي أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ أَوْتِرُوا قَبْلَ أَنْ تُصْبِحُوا رواه مسلم

وعن ابي سعيد الخدري ان النبيقال اوتروا قبل ان تصبحوا رواه مسلم
হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
৬/ স্বলাত (নামায)