পরিচ্ছেদঃ জ্বিন ও শয়তান জগৎ
(৯৬) আবূ হুরাইরা (রাঃ) কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় মু’মিন তার শয়তানদেরকে কৃশ (দূর্বল) করে ফেলে, যেমন তোমাদের কেউ সফরে তার (সওয়ারী) উটকে কৃশ ক’রে ফেলে।
عَنْ أَبيْ هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ إِنَّ الْمُؤْمِنَ لَيُنْضِي شَيَاطِينَهُ كَمَا يُنْضِي أَحَدُكُمْ بَعِيرَهُ فِي السَّفَرِ
عن ابي هريرة ان رسول الله ﷺ قال ان المومن لينضي شياطينه كما ينضي احدكم بعيره في السفر
(আহমাদ ৮৯৪০, আবূ ইয়ালা, সিলসিলা সহীহাহ ৩৫৮৬)