পরিচ্ছেদঃ গায়বী খবর আল্লাহই জানেন
(৪৫) রুবাইয়ে বিনতে মুআওবিয (রাঃ) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বালিকাকে যখন কবিতায় বলতে শুনলেন, আমাদের মাঝে এমন নবী আছেন; যিনি আগামীকালের অবস্থা জানেন। তখন তিনি বললেন, এই কথাটি ছেড়ে দাও (বলো না) বাকী যেগুলি বলছিলে সেগুলি বল।
عَن الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ قَالَتْ: قَالَتْ جَارِيَةٌ وَفِينَا نَبِيٌّ يَعْلَمُ مَا فِي غَدٍ فَقَالَ النَّبِيُّ ﷺ لَا تَقُولِي هَكَذَا وَقُولِي مَا كُنْتِ تَقُولِينَ
عن الربيع بنت معوذ قالت: قالت جارية وفينا نبي يعلم ما في غد فقال النبي ﷺ لا تقولي هكذا وقولي ما كنت تقولين
(বুখারী ৪০০১)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ রুবায়্যি‘ বিনতু মু‘আব্বিয (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
১/ ঈমান