পরিচ্ছেদঃ ১৬. গোল হয়ে বসা সম্পর্কে
৪৮২৪। আ’মাশ (রহঃ) সূত্রে বর্ণিত। উপরোক্ত হাদীসের বর্ণনায় তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তাদের ঐক্যবদ্ধভাবে বসাকে পছন্দ করেছেন।[1]
সহীহ।
بَابٌ فِي التَّحَلُّقِ
حَدَّثَنَا وَاصِلُ بْنُ عَبْدِ الْأَعْلَى، عَنِ ابْنِ فُضَيْلٍ، عَنِ الْأَعْمَشِ بِهَذَا قَالَ: كَأَنَّهُ يُحِبُّ الْجَمَاعَةَ
صحيح
حدثنا واصل بن عبد الاعلى، عن ابن فضيل، عن الاعمش بهذا قال: كانه يحب الجماعة
صحيح
[1]. এর পূর্বেরটি দেখুন।
Al-A`mash said:
It seems he liked collective gathering.
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আ‘মাশ (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আবূ দাউদ (তাহকিককৃত)
৩৬/ শিষ্টাচার (كتاب الأدب)