পরিচ্ছেদঃ ১. নতুন কাপড় পরার সময় যা বলতে হয়
৪০২১। আল-জুরাইরী (রহঃ) সূত্রে তার সনদে উপরোক্ত হাদীসের অর্থবোধক হাদীস বর্ণিত।[1]
باب مَا يَقُوْلُ إِذَا لَبِسَ ثَوْبًا جَدِيْدًا
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنِ الْجُرَيْرِيِّ بِإِسْنَادِهِ نَحْوَهُ
حدثنا مسدد، حدثنا عيسى بن يونس، عن الجريري باسناده نحوه
[1]. এর পূর্বেরটি দেখুন।
The tradition mentioned above has also been transmitted by Al-Jariri through a different chain of narrators in a similar way.
হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আবূ দাউদ (তাহকিককৃত)
২৭/ পোশাক-পরিচ্ছদ (كتاب اللباس)