পরিচ্ছেদঃ ১১/২৪. জানাযাহ দেখলে দাঁড়ানো।
৫৬৩. আবূ সা’ঈদ খুদরী (রাযি.) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত। তিনি বলেন, তোমাদের কেউ যখন কোন জানাযা যেতে দেখবে, যদি সে তার সহযাত্রী না হয় তাহলে সে ততক্ষণ দাঁড়িয়ে থাকবে, যতক্ষণ না তা চলে যায় অথবা নামিয়ে না রাখা হয়।
القيام للجنازة
حديث أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رضي الله عنه، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: إِذَا رَأَيْتُمُ الْجَنَازَةَ فَقُومُوا، فَمَنْ تَبِعَهَا فَلاَ يَقْعُدْ حَتَّى تُوضَعَ
حديث ابي سعيد الخدري رضي الله عنه، عن النبي صلى الله عليه وسلم، قال: اذا رايتم الجنازة فقوموا، فمن تبعها فلا يقعد حتى توضع
সহীহুল বুখারী, পূর্ব ২৩: জানাযা, অধ্যায় ৪৯, হাঃ ১৩১০; মুসলিম, পর্ব ১১: জানাযা, অধ্যায় ২৪, হাঃ ৯৫৯
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ সা’ঈদ খুদরী (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
আল-লুলু ওয়াল মারজান
১১/ জানাযা (كتاب صلاة الجنائز)