পরিচ্ছেদঃ ১১/২২. জানাযা তাকবীর সংক্রান্ত।
৫৫৭. জাবির (রাযি.) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহামা নাজাশীর জানাযার সালাত আদায় করলেন, তাতে তিনি চার তাকবীর দিলেন।
في التكبير على الجنازة
حديث جَابِرٍ رضي الله عنه، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى عَلَى أَصْحَمَةَ النَّجَاشِيِّ، فَكَبَّرَ أَرْبَعًا
حديث جابر رضي الله عنه، ان النبي صلى الله عليه وسلم صلى على اصحمة النجاشي، فكبر اربعا
সহীহুল বুখারী, পর্ব ২৩: জানাযা, অধ্যায় ৬৫, হাঃ ১৩৩৪; মুসলিম, পৰ্ব ১১: জানাযা, অধ্যায় ২২, হাঃ ৯৫২
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ জাবির ইবনু আবদুল্লাহ আনসারী (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
আল-লুলু ওয়াল মারজান
১১/ জানাযা (كتاب صلاة الجنائز)