পরিচ্ছেদঃ ২৩১. খুত্ববাহ সংক্ষেপ করা
১১০৬। ’আম্মার ইবনু ইয়াসির (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুত্ববাহ সংক্ষিপ্ত করার আদেশ দিয়েছেন।[1]
সহীহ।
باب إِقْصَارِ الْخُطَبِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الْعَلَاءُ بْنُ صَالِحٍ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ أَبِي رَاشِدٍ، عَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ، قَالَ أَمَرَنَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم بِإِقْصَارِ الْخُطَبِ .
- صحيح
حدثنا محمد بن عبد الله بن نمير، حدثنا ابي، حدثنا العلاء بن صالح، عن عدي بن ثابت، عن ابي راشد، عن عمار بن ياسر، قال امرنا رسول الله صلى الله عليه وسلم باقصار الخطب .
- صحيح
[1] আহমাদ (৪/৩২০), হাকিম (১/২৮৯) ইমাম হাকিম বলেন : এ হাদীসের সানাদ সহীহ, তবে বুখারী ও মুসলিম এটি র্বণা করেননি। ইমাম যাহাবী তার সাথে একমত পোষণ করেছেন। ইবনু ‘আবদুল বার ‘আত-তামহীদ’ ১০/১৯) ‘আবদুল্লাহ ইবনু কাসীর হতে ‘আমার সূত্রে।
Narrated Ammar ibn Yasir:
The Messenger of Allah (ﷺ) commanded us to shorten the speeches.
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আম্মার ইবনু ইয়াসির (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আবূ দাউদ (তাহকিককৃত)
২/ সালাত (كتاب الصلاة)