পরিচ্ছেদঃ ২২২. মিম্বার রাখার স্থান
১০৮২। সালামাহ ইবনুল আকওয়া’ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিম্বার এবং (মসজিদের) দেওয়ালের মাঝখানে একটি বকরী চলাচল করার পরিমাণ ফাঁকা ছিলো।[1]
সহীহ : বুখারী ও মুসলিম।
باب مَوْضِعِ الْمِنْبَرِ
حَدَّثَنَا مَخْلَدُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ، قَالَ كَانَ بَيْنَ مِنْبَرِ رَسُولِ اللهِ صلي الله عليه وسلم وَبَيْنَ الْحَائِطِ كَقَدْرِ مَمَرِّ الشَّاةِ .
- صحيح : ق
حدثنا مخلد بن خالد، حدثنا ابو عاصم، عن يزيد بن ابي عبيد، عن سلمة بن الاكوع، قال كان بين منبر رسول الله صلي الله عليه وسلم وبين الحاىط كقدر ممر الشاة .
- صحيح : ق
[1] বুখারী (অধ্যায় : সালাত, অনুঃ মুসল্লী ও সুতরাহর মাঝখানে কী পরিমাণ দুরত্ব হওয়া উচিত, হাঃ ৪৯৭), মুসলিম (অধ্যায় : সালাত, অনুঃ মুসল্লী সুতরাহর নিকটবর্তী হবে) সকলে ইয়াযীদ ইবনু আবূ ‘উবাইদ হতে।
Salamah b. al-Akwa' said:
The space between the pulpit of the Messenger of Allah (ﷺ) and the wall (of the mosque) was such that a goat could pass.
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ সালামাহ ইবনু আক্ওয়া‘ (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আবূ দাউদ (তাহকিককৃত)
২/ সালাত (كتاب الصلاة)