পরিচ্ছেদঃ ১৩৪. মহিলাদের গায়ে জড়ানো কাপড়ে সালাত আদায় প্রসঙ্গে
৩৬৭। ’আয়িশাহ্ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাপড়ে অথবা চাদরে সালাত আদায় করতেন না।[1]
সহীহ।
باب الصَّلَاةِ فِي شُعُرِ النِّسَاءِ
حَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَشْعَثُ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ شَقِيقٍ، عَنْ عَائِشَةَ قَالَتْ : كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَا يُصَلِّي فِي شُعُرِنَا أَوْ فِي لُحُفِنَا .
- صحيح
حدثنا عبيد الله بن معاذ، حدثنا ابي، حدثنا الاشعث، عن محمد بن سيرين، عن عبد الله بن شقيق، عن عاىشة قالت : كان رسول الله صلى الله عليه وسلم لا يصلي في شعرنا او في لحفنا .
- صحيح
[1] তিরমিযী (অধ্যায়ঃ সালাত, অনুঃ নারীদের চাদরে সালাত আদায় অপছন্দনীয়, হাঃ ৬০০, ইমাম তিরমিযী বলেন, সহীহ), নাসায়ী (অধ্যায়ঃ সাজসজ্জা, অনুঃ নারীদের ওড়না, হাঃ ৫৩৮১) মুহাম্মাদ ইবনু সীরীন সূত্রে।
Narrated Aisha, Ummul Mu'minin:
The Messenger of Allah (ﷺ) would not pray in our wrappers or in our quilts.
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আয়িশা বিনত আবূ বাকর সিদ্দীক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আবূ দাউদ (তাহকিককৃত)
১/ পবিত্রতা অর্জন ( كتاب الطهارة )