পরিচ্ছেদঃ ৫২. অযুর অঙ্গসমূহ দু’বার করে ধোয়ার বর্ণনা
১৩৬। আবূ হুরাইরাহ্ (রাঃ) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অযুর অঙ্গসমূহ দু’বার করে ধুয়েছেন।[1]
হাসান সহীহ।
باب الْوُضُوءِ مَرَّتَيْنِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، حَدَّثَنَا زَيْدٌ، - يَعْنِي ابْنَ الْحُبَابِ - حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَوْبَانَ، حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ الْفَضْلِ الْهَاشِمِيُّ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلي الله عليه وسلم تَوَضَّأَ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ .
- حسن صحيح
حدثنا محمد بن العلاء، حدثنا زيد، - يعني ابن الحباب - حدثنا عبد الرحمن بن ثوبان، حدثنا عبد الله بن الفضل الهاشمي، عن الاعرج، عن ابي هريرة، ان النبي صلي الله عليه وسلم توضا مرتين مرتين .
- حسن صحيح
[1] তিরমিযী (অধ্যায়ঃ পবিত্রতা, অনুঃ উযুর অঙ্গগুলো দু’বার করে ধোয়া, হাঃ ৪৩, ইমাম তিরমিযী বলেন, এ হাদীসটি হাসান গরীব। আমি এটা কেবল ইবনু সাওবানের কাছ থেকে জেনেছি, তিনি আব্দুল্লাহ ইবনু ফাযলের সূত্রে বর্ণনা করেছেন, এ সানাদটি হাসান এবং সহীহ), আহমাদ (২/২৮৮, ৩৬৪), বায়হাক্বী ‘সুনানুল কুবরা’ (১/৭৯) সকলেই যায়িদ ইবনুল জানাব থেকে এ সনদে। এর সানাদ সহীহ।
-
হাদীস থেকে শিক্ষাঃ ইমাম নাববী (রহঃ) বলেন, মুসলিমগণ একমত যে, উযুর অঙ্গগুলো একবার একবার করে ধৌত করা ওয়াজিব, আর তিনবার করে ধৌত করা সুন্নাত।
-
হাদীস থেকে শিক্ষাঃ ইমাম নাববী (রহঃ) বলেন, মুসলিমগণ একমত যে, উযুর অঙ্গগুলো একবার একবার করে ধৌত করা ওয়াজিব, আর তিনবার করে ধৌত করা সুন্নাত।
Narrated AbuHurayrah:
The Prophet (my peace be upon him) washed the limbs in ablution twice.
হাদিসের মানঃ হাসান (Hasan)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আবূ দাউদ (তাহকিককৃত)
১/ পবিত্রতা অর্জন ( كتاب الطهارة )