৪৯৯১            
          
           
        পরিচ্ছেদঃ ২১১০. পরিতৃপ্ত হওয়া পর্যন্ত আহার করা।
                      
                        ইসলামিক ফাউন্ডেশন নাম্বারঃ
                        ৪৯৯১                                                  , আন্তর্জাতিক নাম্বারঃ
                                                    ৫৩৮৩                                              
                    
                  
                  ৪৯৯১। মুসলিম (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকাল হল। সে সময় আমরা পরিতৃপ্ত হয়ে খেজুর ও পানি খেলাম।
باب مَنْ أَكَلَ حَتَّى شَبِعَ
حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا مَنْصُورٌ، عَنْ أُمِّهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ تُوُفِّيَ النَّبِيُّ صلى الله عليه وسلم حِينَ شَبِعْنَا مِنَ الأَسْوَدَيْنِ التَّمْرِ وَالْمَاءِ.
                       حدثنا مسلم، حدثنا وهيب، حدثنا منصور، عن امه، عن عاىشة ـ رضى الله عنها ـ توفي النبي صلى الله عليه وسلم حين شبعنا من الاسودين التمر والماء.                    
                  
 Narrated `Aisha:
The Prophet (ﷺ) died when we had satisfied our hunger with the two black things, i.e. dates and water.