পরিচ্ছেদঃ ৭. দ্বিতীয় অনুচ্ছেদ - মাসজিদ ও সালাতের স্থান
৭৪০-[৫২] ’আবদুল্লাহ ইবনু ’আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন ঐ সকল স্ত্রী লোককে যারা (ঘন ঘন) কবর যিয়ারত করতে যায় এবং ঐ সব লোককেও অভিশাপ দিয়েছেন যারা কবরের উপর মাসজিদ নির্মাণ করে বা তাতে বাতি জ্বালায়। (আবূ দাঊদ, তিরমিযী ও নাসায়ী)[1]
وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَائِرَاتِ الْقُبُورِ وَالْمُتَّخِذِينَ عَلَيْهَا الْمَسَاجِدَ وَالسُّرُجَ. رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ
ব্যাখ্যা: এ দুই হাদীসের সমন্বয় এভাবে হতে পারে যে, মহিলাদের জন্য কবর যিয়ারত ততক্ষণ পর্যন্ত বৈধ হবে, যতক্ষণ তা’ হবে কেবলই পরকাল স্মরণের উদ্দেশে। কিন্তু মাতম করা বা বিচলিতভাবে শোক প্রকাশ করার কোন সুযোগ কবরস্থানে নেই। ক্ববরের উপর মাসজিদ নির্মাণ, কবরবাসীকে আল্লাহর নৈকট্য লাভকারী বান্দা মনে করে তার মাধ্যমে দু‘আ করা, ক্ববরে বাতিল জ্বালানো ইত্যাদি সবকিছুই হারাম। এ হাদীসে কবরপূজা এবং এর দিকে ফিরে সিজদা্ (সিজদা/সেজদা) ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে।