পরিচ্ছেদঃ ৩. প্রথম অনুচ্ছেদ - মিসওয়াক করা প্রসঙ্গে
৩৮০-[৫] হাদীসটি আবূ দাঊদ-এ ’আম্মার ইবনু ইয়াসির (রাঃ)-এর সূত্রে বর্ণিত হয়েছে।[1]
بَابُ الْمِسْوَاكِ
عَن أبي دَاوُد بِرِوَايَة عمار بن يَاسر
عن ابي داود برواية عمار بن ياسر
[1] হাসান : আবূ দাঊদ ৫৪।
হাদিসের মানঃ হাসান (Hasan)
পুনঃনিরীক্ষণঃ
মিশকাতুল মাসাবীহ (মিশকাত)
পর্ব-৩: পাক-পবিত্রতা (كتاب الطهارة)