পরিচ্ছেদঃ ৪. উমরার বর্ণনা
হাদিস একাডেমি নাম্বারঃ ৪০৯৫, আন্তর্জাতিক নাম্বারঃ ১৬২৬
৪০৯৫-(.../...) ইয়াহইয়া ইবনু হাবীব (রহঃ) ..... সাঈদ সূত্রে কাতাদাহ্ (রহঃ) হতে উক্ত সানাদে বর্ণনা করেন। তবে সাঈদ বলেছেন, তার পরিজনদের জন্যে মীরাস হয়ে যায় অথবা বলেছেন (আজীবনের জন্যে) জয়িয। (ইসলামিক ফাউন্ডেশন ৪০৫৭, ইসলামিক সেন্টার ৪০৫৬)
باب الْعُمْرَى
وَحَدَّثَنِيهِ يَحْيَى بْنُ حَبِيبٍ، حَدَّثَنَا خَالِدٌ، - يَعْنِي ابْنَ الْحَارِثِ - حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، بِهَذَا الإِسْنَادِ غَيْرَ أَنَّهُ قَالَ " مِيرَاثٌ لأَهْلِهَا " . أَوْ قَالَ " جَائِزَةٌ " .
وحدثنيه يحيى بن حبيب، حدثنا خالد، - يعني ابن الحارث - حدثنا سعيد، عن قتادة، بهذا الاسناد غير انه قال " ميراث لاهلها " . او قال " جاىزة " .
This hadith is narrated on the authority of Qatada with the same chain of transmitters.
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ কাতাদাহ (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সহীহ মুসলিম (হাদীস একাডেমী)
২৫। হিবাত (দান) (كتاب الهبات)