পরিচ্ছেদঃ ৫. পণ্যদ্রব্য (বাজারে নিয়ে আসার আগেই) এগিয়ে গিয়ে ক্রয় করা হারাম
হাদিস একাডেমি নাম্বারঃ ৩৭১৩, আন্তর্জাতিক নাম্বারঃ ১৫১৮
৩৭১৩-(১৫/১৫১৮) আবূ বকর ইবনু আবূ শাইবাহ্ (রহঃ) ..... ’আবদুল্লাহ (রাযিঃ) এর সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত যে, তিনি পণ্যদ্রব্য আসার পথে সম্মুখে অগ্রসর হয়ে ক্রয় করতে বারণ করেছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৩৬৭৯, ইসলামিক সেন্টার ৩৬৭৯)
باب تَحْرِيمِ تَلَقِّي الْجَلَبِ
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُبَارَكٍ، عَنِ التَّيْمِيِّ، عَنْ أَبِي، عُثْمَانَ عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ نَهَى عَنْ تَلَقِّي الْبُيُوعِ .
وحدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا عبد الله بن مبارك، عن التيمي، عن ابي، عثمان عن عبد الله، عن النبي صلى الله عليه وسلم انه نهى عن تلقي البيوع .
Abdullah (Allah be pleased with him) reported Allah's Apostle (ﷺ) as saying:
Do not meet the traders (in the way).
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইব্ন মাসউদ (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সহীহ মুসলিম (হাদীস একাডেমী)
২২। ক্রয়-বিক্রয় (كتاب البيوع)