পরিচ্ছেদঃ
মঙ্গলবারের দিন রাতে তাঁকে দাফন করা হয়:
৩০৩. জা’ফর ইবনে মুহাম্মাদ (রহঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে ইন্তেকাল করেন। সোমবার ও মঙ্গলবার দাফন-কাফনের প্রস্তুতিতেই চলে যায়। অতঃপর মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে দাফন করা হয়।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ ، قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ ، عَنْ أَبِيهِ ، قَالَ : " قُبِضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الاثْنَيْنِ فَمَكَثَ ذَلِكَ الْيَوْمَ وَلَيْلَةَ الثُّلاثَاءِ ، وَدُفِنَ مِنَ اللَّيْلِ "
It is narrated from Imaam Muhammad Al-Baaqir Radiyallahu 'Anhu that Rasulullah Sallallahu 'Alayhi Wasallam passed away on Monday. This day and the day of Tuesday was spent in preparation for the burial. Rasulullah Sallallahu 'Alayhi Wasallam was buried on that night.
Sayyidina Rasulullah Sallallahu 'Alayhi Wasallam was buried during the night of Tuesday and Wednesday, which could be called Tuesday or Wednesday too.'Hence this narration does not contradict the previous narration. Some of the 'ulama have said that after overcoming the question of the khilaafah, the tajheez and takfeen began on Tuesday and ended on the night of Wednesday (Tuesday night).