১৪৪

পরিচ্ছেদঃ

১৪৪. সাবিত (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, একবার আনাস ইবনে মালিক (রাঃ) লোহার পাত লাগানো কাঠের মোটা একটি পেয়ালা আমাদের নিকট বের করলেন। তারপর বললেন, সাবিত! এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেয়ালা।[1]

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ الأَسْوَدِ الْبَغْدَادِيُّ ، قَالَ : حَدَّثَنَا عَمْرُو بْنُ مُحَمَّدٍ ، قَالَ : حَدَّثَنَا عِيسَى بْنُ طَهْمَانَ ، عَنْ ثَابِتٍ ، قَالَ : أَخْرَجَ إِلَيْنَا أَنَسُ بْنُ مَالِكٍ ، قَدَحَ خَشَبٍ , غَلِيظًا , مُضَبَّبًا بِحَدِيدٍ , فَقَالَ : " يَا ثَابِتُ ، هَذَا قَدَحُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ " .

حدثنا الحسين بن الاسود البغدادي ، قال : حدثنا عمرو بن محمد ، قال : حدثنا عيسى بن طهمان ، عن ثابت ، قال : اخرج الينا انس بن مالك ، قدح خشب , غليظا , مضببا بحديد , فقال : " يا ثابت ، هذا قدح رسول الله صلى الله عليه وسلم " .


Thaabit relates that Anas radiyallahu anhu showed us a large wooden cup,
which was lined with metal, and said, “O’ Thaabit, this is the cup of Rasoolullah sallallahu alaihe wasallam.”

পেয়ালাটি ‘নুযার’ নামক কাঠের তৈরি ছিল। সেটা উত্তম পেয়ালা ছিল এবং সেটির পরিধির তুলনায় গভীরতা বেশি ছিল। পেয়ালাটি যেন ফেটে আলাদা না হয়ে যায়, সেজন্য লোহার তার দিয়ে ফাটলের স্থানটি শক্ত করে বাঁধানো হয়েছিল।


It is said that this cup was sold from the estate of Sayyidina Nadr ibn Anas radiyallahu anhu for eight lakh Dirhams and Imaam Bukhari drank water from it in Basrah. Some say that, that was another cup.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সহীহ শামায়েলে তিরমিযী
২৯. রাসূলুল্লাহ (ﷺ) এর পানপাত্র (باب ما جاء في قدح رسول الله ﷺ)