৫৭

পরিচ্ছেদঃ

তিনি তৃপ্তি সহকারে রুটি এবং মাংস ভক্ষণ করেননি :

৫৭. মালিক ইবনে দীনার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ’যাফাফ’ ছাড়া তৃপ্তি সহকারে রুটি এবং মাংস ভক্ষণ করেন নি।

মালিক ইবনে দীনার (রাঃ) বলেন, আমি এক বেদুঈনকে জিজ্ঞেস করি, ’যাফাফ’ কী? সে বলল, মানুষের সাথে একত্রে পানাহার করা।[1]

حَدَّثَنَا قُتَيْبَةُ ، قَالَ : حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ الضُّبَعِيُّ ، عَنْ مَالِكِ بْنِ دِينَارٍ ، قَالَ : " مَا شَبِعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ خُبْزٍ قَطُّ , وَلا لَحْمٍ ، إِلا عَلَى ضَفَفٍ " ، قَالَ مَالِكٌ : سَأَلْتُ رَجُلا مِنْ أَهْلِ الْبَادِيَةِ : مَا الضَّفَفُ ؟ قَالَ : " أَنْ يَتَنَاوَلَ مَعَ النَّاسِ " .

حدثنا قتيبة ، قال : حدثنا جعفر بن سليمان الضبعي ، عن مالك بن دينار ، قال : " ما شبع رسول الله صلى الله عليه وسلم من خبز قط , ولا لحم ، الا على ضفف " ، قال مالك : سالت رجلا من اهل البادية : ما الضفف ؟ قال : " ان يتناول مع الناس " .

যখন রাসূলুল্লাহ (সাঃ) এর ঘরে মেহমান আগমন করত তখন মেহমানের সাথে খাওয়ার সময় পেট পূর্ণ করে খেতেন। যাতে মেহমান ক্ষুধা রেখে তাড়াতাড়ি খাওয়া শেষ না করে।


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সহীহ শামায়েলে তিরমিযী
৯. রাসূলুল্লাহ (ﷺ) এর জীবন-যাপন (باب ما جاء في عيش رسول الله ﷺ)