৪৩

পরিচ্ছেদঃ

৪৩. ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জন্য ’ইছমিদ’ সুরমা সর্বোৎকৃষ্ট। কারণ, তা দৃষ্টি বাড়ায় এবং এর ফলে অধিক ভ্রু জন্মায় (উদগত হয়)।[1]

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ، قَالَ : حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " إِنَّ خَيْرَ أَكْحَالِكُمُ الإِثْمِدُ ، يَجْلُو الْبَصَرَ ، وَيُنْبِتُ الشَّعْرَ " .

حدثنا قتيبة بن سعيد ، قال : حدثنا بشر بن المفضل ، عن عبد الله بن عثمان بن خثيم ، عن سعيد بن جبير ، عن ابن عباس ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : " ان خير اكحالكم الاثمد ، يجلو البصر ، وينبت الشعر " .


Ibn 'Abbaas Radiyallahu 'Anhu says: "Rasulullah Sallallah 'Alayhi Wasallam has said: 'The best from among all the kuhl used by you is the one made from ithmid. It brightens the eyesight and strengthens the growth of the eye lashes"'.

One of the narrators in the chain of this hadith is Bishr bin Mufaddal RA. The 'ulama wrote that he performed four hundred rak'ahs nafl daily, and it was his permanent practice to fast every alternate day.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সহীহ শামায়েলে তিরমিযী
৭. রাসূলুল্লাহ (ﷺ) এর সুরমা ব্যবহার (باب ما جاء في كُحل رسول الله ﷺ)