২৩

পরিচ্ছেদঃ

তিনি চুলের মধ্যে বেণী বাঁধতেন:

২৩. উম্মে হানী বিনতে আবু তালিব (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি চুলের বেণী নিয়ে মক্কায় আগমন করেছিলেন।[1]

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ أَبِي عُمَرَ الْمَكِّيُّ ، قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ ، عَنْ مُجَاهِدٍ ، عَنْ أُمِّ هَانِئٍ بِنْتِ أَبِي طَالِبٍ ، قَالَتْ : " قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَكَّةَ قَدْمَةً , وَلَهُ أَرْبَعُ غَدَائِرَ " .

حدثنا محمد بن يحيى بن ابي عمر المكي قال حدثنا سفيان بن عيينة عن ابن ابي نجيح عن مجاهد عن ام هانى بنت ابي طالب قالت قدم رسول الله صلى الله عليه وسلم مكة قدمة وله اربع غداىر


Umme Haani bint Abi Taalib R.A. says: "Rasulullah (SAW) came to Makkah once after the hijrah. His mubarak hair had four plaits".

উল্লেখিত হাদীসে বেণী বা ঝুটি বলতে মহিলাদের মতো বেণী বা ঝুটি উদ্দেশ্য নয়। বরং এর দ্বারা বিশেষ ধরনের চুলের পরিপাটির উদ্দেশ্য। কেননা রাসূলুল্লাহ (সাঃ) পুরুষদেরকে মহিলাদের সাদৃশ্য অবলম্বন করতে কঠোরভাবে নিষেধ করেছেন।


According to well-known sources Sayyidina Rasulullah (SAW) came to Makkah Mukarramah four times after the hijrah. The first, at the time of Umratul Qadhaa in the 7th year hijri, then at the time of Fathu Makkah in the 8th year hijri and in the same journey for Umratul Ja'iraanah. Lastly in the 10th year hijri for Hajj. The journey mentioned in this hadith under discussion, according to Bayjuri is at the time of Fath (conquest) of Makkah Mukarramah. The same has been stated in the Mazaahire Haq. The Ulama have stated other times also. For men to make plaits like women is Makruh. By the word Ghadaa'ir in this hadith, one should take to mean that, 'in which that there is no similitude', because Sayyidina Rasulullah (SAW) forbade himself.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সহীহ শামায়েলে তিরমিযী
৩. রাসূলুল্লাহ (ﷺ) এর চুল (باب ما جاء في شعر رسول الله ﷺ)