পরিচ্ছেদঃ আল্লাহ তা’আলার বাণীঃ ولا تجهر بصلاتك ولا تخافت بها “সালাতে স্বর উঁচু করবেনা এবং অতিশয় ক্ষীণ ও করবেনা”। (১৭ঃ ১১০)।
ইসলামিক ফাউন্ডেশন নাম্বারঃ ৪৩৬৮, আন্তর্জাতিক নাম্বারঃ ৪৭২৩
৪৩৬৮। তালক ইবনু গাননাম (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত,وَلاَ تَجْهَرْ بِصَلاَتِكَ এ আয়াতটি দোয়ার ব্যপারে অবতীর্ণ হয়েছে।
باب ولا تجهر بصلاتك ولا تخافت بها
حَدَّثَنِي طَلْقُ بْنُ غَنَّامٍ، حَدَّثَنَا زَائِدَةُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ أُنْزِلَ ذَلِكَ فِي الدُّعَاءِ.
حدثني طلق بن غنام، حدثنا زاىدة، عن هشام، عن ابيه، عن عاىشة ـ رضى الله عنها ـ قالت انزل ذلك في الدعاء.
Narrated Aisha:
The (above) verse was revealed in connection with the invocations.
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আয়িশা বিনত আবূ বাকর সিদ্দীক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সহীহ বুখারী (ইসলামিক ফাউন্ডেশন)
৫২/ তাফসীর (كتاب تفسير)