পরিচ্ছেদঃ পরিচ্ছেদ নাই।
৫১৫. ’আবদুল্লাহ্ ইবনু যায়িদ (রাযি.) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য দু’আ করেন এবং নিজের চাদর উল্টিয়ে দেন।
حديث عَبْدِ اللهِ بْنِ زَيْدٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَسْقَى فَقَلَبَ رِدَاءَهُ
حديث عبد الله بن زيد، ان النبي صلى الله عليه وسلم استسقى فقلب رداءه
সহীহুল বুখারী, পর্ব ১৫; পানি প্রার্থনা, অধ্যায় ৪, হাঃ ১০১১; মুসলিম, পর্ব ৯ : পানি প্রার্থনার সালাত, হাঃ ৮৯৪
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবদুল্লাহ্ ইবন যায়দ (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
আল-লুলু ওয়াল মারজান
৯/ পানি প্রার্থনার সালাত (كتاب صلاة الإستسقاء)