পরিচ্ছেদঃ ৭/১৩. সালাত ও খুৎবাহ সংক্ষিপ্ত করা।
৫০১. ইয়া’লা (রহ.) এর পিতা হতে বর্ণিত। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে মিম্বারে তিলাওয়াত করতে শুনেছেন, ’’আর তারা ডাকবে, হে মালিক।’’ (যুখরুফ : ৭৭)
تخفيف الصلاة والخطبة
حديث يَعْلَى بْنِ أُمَيَّةَ رضي الله عنه، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ عَلَى الْمِنْبَرِ (وَنَادَوْا يَا مَالِكُ)
حديث يعلى بن امية رضي الله عنه، قال: سمعت النبي صلى الله عليه وسلم يقرا على المنبر (ونادوا يا مالك)
সহীহুল বুখারী, পৰ্ব ৫৯: সৃষ্টির সূচনা, অধ্যায় ৭, হাঃ ৩২৬৬; মুসলিম, পর্ব ৭ জুমুআহর বর্ণনা, অধ্যায় ১৩, হাঃ ৮৭১
হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
আল-লুলু ওয়াল মারজান
৭/ জুমু‘আহর বর্ণনা (كتاب الجمعة)