পরিচ্ছেদঃ ৭/২. জুমুআহর দিন সুগন্ধি লাগানো ও মেসওয়াক করা।
৪৯২. আবূ হুরায়রাহ্ (রাযি.) হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রত্যেক মুসলিমের উপর আল্লাহর হক রয়েছে যে, প্রতি সাত দিনে একবার সে যেন গোসল করে।
الطيب والسواك يوم الجمعة
حديث أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: حَقٌّ عَلَى كُلِّ مُسْلِمٍ أَنْ يَغْتَسِلَ فِي كُلِّ سَبْعَةِ أَيّامٍ يَوْمًا يَغْسِلُ فِيهِ رَأْسَهُ وَجَسَدَهُ
حديث ابي هريرة، قال: قال رسول الله صلى الله عليه وسلم: حق على كل مسلم ان يغتسل في كل سبعة ايام يوما يغسل فيه راسه وجسده
সহীহুল বুখারী, পৰ্ব ১১: জুমুআহ, অধ্যায় ১২, হাঃ ৮৯৮; মুসলিম, পূর্ব ৭; জুমুআহর বর্ণনা, অধ্যায় ২, হাঃ ৮৪৯
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
আল-লুলু ওয়াল মারজান
৭/ জুমু‘আহর বর্ণনা (كتاب الجمعة)