পরিচ্ছেদঃ এ বিষয়ে আরেকটি পরিচ্ছেদ
৩৪০৫. সালিহ ইবন আবদুল্লাহ (রহঃ) ..... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আয যুমার ও বনী ইসরাঈল পাঠ না করা পর্যন্ত ঘুমাতেন না।
মুহাম্মদ ইবন ইসমাঈল বুখারী (রহঃ) বলেনঃ আবু লুবাবা (রহঃ) এর নাম হল মারওয়ান, যিনি আবদুর রহমান ইবন যিয়াদ (রহঃ) এর মাওলা। আর তিনি আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদীস শুনেছেন এবং তার নিকট থেকে হাম্মাদ ইবন যিয়াদ (রহঃ) হাদীস শুনেছেন।
সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪০৫ [আল মাদানী প্রকাশনী]
باب مِنْهُ
حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَبِي لُبَابَةَ، قَالَ قَالَتْ عَائِشَةُ رضى الله عنها كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم لاَ يَنَامُ حَتَّى يَقْرَأَ الزُّمَرَ وَبَنِي إِسْرَائِيلَ . أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ أَبُو لُبَابَةَ هَذَا اسْمُهُ مَرْوَانُ مَوْلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ زِيَادٍ وَسَمِعَ مِنْ عَائِشَةَ سَمِعَ مِنْهُ حَمَّادُ بْنُ زَيْدٍ .
`A'isha (ra) said:
“The Prophet (ﷺ) would not sleep until he recited Az-Zumar and Banu Isra’il.” Muhammad bin Ismail informed me: “This Abu Lubabah’s (a narrator in the chain) name is Marwan, the freed slave of Abdur-Rahman bin Ziyad. He heard from Aisha, and Hammad bin Zaid heard from him.”