পরিচ্ছেদঃ ২১৪৫. চন্দ্র দ্বি-খন্ডিত হওয়া
ইসলামিক ফাউন্ডেশন নাম্বারঃ ৩৫৯২, আন্তর্জাতিক নাম্বারঃ ৩৮৭১
৩৫৯২। উমর ইবনু হাফস (রহঃ) ... আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে) চাঁদ খন্ডিত হয়েছিল।
باب انْشِقَاقِ الْقَمَرِ
حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ انْشَقَّ الْقَمَرُ.
حدثنا عمر بن حفص، حدثنا ابي، حدثنا الاعمش، حدثنا ابراهيم، عن ابي معمر، عن عبد الله ـ رضى الله عنه ـ قال انشق القمر.
Narrated `Abdullah:
The moon was split (into two pieces).
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইব্ন মাসউদ (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সহীহ বুখারী (ইসলামিক ফাউন্ডেশন)
৫০/ আম্বিয়া কিরাম (আঃ) (كتاب أحاديث الأنبياء)