পরিচ্ছেদঃ ২১২। মুসতাহাযা’র ই’তিকাফ
ইসলামিক ফাউন্ডেশন নাম্বারঃ ৩০৫, আন্তর্জাতিক নাম্বারঃ ৩১১
৩০৫। মুসাদ্দাদ (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, উম্মুল-মু’মিনীদের একজন ইস্তিহাযা অবস্থায় ইতিকাফ করেছিলেন।
باب الاِعْتِكَافِ لِلْمُسْتَحَاضَةِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ خَالِدٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ بَعْضَ، أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ اعْتَكَفَتْ وَهْىَ مُسْتَحَاضَةٌ.
حدثنا مسدد، قال حدثنا معتمر، عن خالد، عن عكرمة، عن عاىشة، ان بعض، امهات المومنين اعتكفت وهى مستحاضة.
Narrated 'Aisha: One of the mothers of the faithful believers (i.e. the wives of the Prophet ) did l'tikaf while she was having bleeding in between her periods.
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আয়িশা বিনত আবূ বাকর সিদ্দীক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সহীহ বুখারী (ইসলামিক ফাউন্ডেশন)
৬/ হায়য (كتاب الحيض)