পরিচ্ছেদঃ ২৫০. জুমুআর ফরযের পরে সুন্নত নামায আদায় সম্পর্কে।
১১২৮. মুসাদ্দাদ (রহঃ) ..... নাফে (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, ইবনে উমর (রাঃ) জুমার ফরযের পূর্ববর্তী নামায (অর্থাৎ, সুন্নাত নামায) দীর্ঘায়িত করতেন এবং জুমার নামায আদায়ের পর ঘরে ফিরে দুই রাকাত আদায় করতেন। তিনি আরো বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরূপে জুমার দিনে নামায আদায় করতেন। (নাসাঈ, মুসলিম, তিরমিযী, ইবনে মাজা)
باب الصَّلاَةِ بَعْدَ الْجُمُعَةِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، أَخْبَرَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، قَالَ كَانَ ابْنُ عُمَرَ يُطِيلُ الصَّلاَةَ قَبْلَ الْجُمُعَةِ وَيُصَلِّي بَعْدَهَا رَكْعَتَيْنِ فِي بَيْتِهِ وَيُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَفْعَلُ ذَلِكَ .
সহীহঃ বুখারী ও মুসলিম, তার থেকে মারফুভাবে।
Narrated Abdullah ibn Umar:
Nafi' said: Ibn Umar used to lengthen his prayer before the Friday prayer and would offer two rak'ahs after it in his house. He used to say that the Messenger of Allah (ﷺ) would do that.