পরিচ্ছেদঃ ২৪৪: যিকির তথা আল্লাহকে স্মরণ করার ফযীলত ও তার প্রতি উৎসাহ দান
২২/১৪৩৭। উক্ত রাবী (আবূ হুরাইরা) রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করার সময় এই দো’আ পড়তেন, ’আল্লা-হুম্মাগ্ফিরলী যামবী কুল্লাহ, দিক্কাহু অজিল্লাহু, অআউওয়ালাহু অ আ-খিরাহ, অ আলা-নিয়্যাতাহু অসির্রাহ।’
অর্থাৎ হে আল্লাহ! তুমি আমার কম ও বেশী, পূর্বের ও পরের, প্রকাশিত ও গুপ্ত সকল প্রকার পাপকে মাফ করে দাও। (মুসলিম) [1]
(244) بَابُ فَضْلِ الذِّكْرِ وَالْحَثِّ عَلَيْهِ
وَعَنْه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم كَانَ يَقُولُ فِي سُجُودِهِ: «اَللهم اغْفِرْ لي ذَنْبِي كُلَّهُ: دِقَّهُ وَجِلَّهُ، وَأَوَّلَهُ وَآخِرَهُ، وَعَلاَنِيَتَهُ وَسِرَّهُ» . رواه مسلم
(244) Chapter: The Excellence of the Remembrance of Allah
Abu Hurairah (May Allah be pleased with him) reported:
The Messenger of Allah (ﷺ) used to say in his prostration: Allahum-maghfir li dhanbi kullahu: diqqahu wa jillahu, wa 'awwalahu wa akhirahu, wa alaniyatahu wa sirrahu (O Allah! Forgive all my sins, the small and the great, first and the last, the open and the secret)."
[Muslim].
Commentary: Although the Prophet (PBUH) was innocent and free of sins, he used to pray for the forgiveness of his shortcomings out of his gratitude to Allah's Might and Majesty. Thus, this Hadith has a great lesson for us. In spite of being innocent, he was always fearful of the Wrath of Allah, while we, despite being embodiments of sins, are fearless of Allah.