১১৯২

পরিচ্ছেদঃ ২১২: রাতে উঠে (তাহজ্জুদ) নামায পড়ার ফযীলত

২৬/১১৯২। উক্ত রাবী (আবূ হুরাইরা) রাদিয়াল্লাহু আনহু ও আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু উভয় হতে বর্ণিত, তাঁরা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন কোনো ব্যক্তি তার স্ত্রীকে রাতে জাগিয়ে উভয়ে নামায পড়ে অথবা তারা উভয়ে দু’ রাকআত করে নামায আদায় করে, তবে তাদেরকে (অতীব) যিকিরকারী ও যিকিরকারিনীদের দলে লিপিবদ্ধ করা হয়।” (আবূ দাউদ বিশুদ্ধ সূত্রে) [1]

(212) بَابُ فَضْلِ قِيَامِ اللَّيْل

وَعَنْه وَعَنْ أَبي سَعِيدٍ رَضِيَ اللهُ عَنْهُمَا، قَالاَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: «إِذَا أَيْقَظَ الرَّجُلُ أهْلَهُ مِنَ اللَّيْلِ فَصَلَّيَا - أَوْ صَلَّى رَكْعَتَيْنِ جَمِيعاً، كُتِبَا فِي الذَّاكِرِينَ وَالذَّاكِرَاتِ». رواه أَبُو داود بإسناد صحيح

وعنه وعن ابي سعيد رضي الله عنهما، قالا: قال رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: «اذا ايقظ الرجل اهله من الليل فصليا - او صلى ركعتين جميعا، كتبا في الذاكرين والذاكرات». رواه ابو داود باسناد صحيح

(212) Chapter: Excellence of Standing in Prayer at Night


Abu Sa'id and Abu Hurairah (May Allah be pleased with them) reported:
The Messenger of Allah (ﷺ) said, "When a man awakens his wife during the night and they both perform two Rak'ah Salat together, they are recorded among the men and women who celebrate remembrance of Allah."

[Abu Dawud].

Commentary: This Hadith points out the excellence of performing Tahajjud prayers with one's wife. Those who do so will be recorded as (the men and the women who remember Allah much, with their hearts and tongues). For such people, as the Verse concludes [Allah has prepared for them forgiveness and a great reward (i.e., Jannah)]. (33:35)


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
রিয়াযুস স্বা-লিহীন (রিয়াদুস সালেহীন)
৮/ বিভিন্ন নেক আমলের ফযীলত প্রসঙ্গে (كتاب الفضائل)