পরিচ্ছেদঃ ১৮৬: আযানের ফযীলত
তাওহীদ পাবলিকেশন নাম্বারঃ ১০৪৮, আন্তর্জাতিক নাম্বারঃ ১০৪১
৯/১০৪৮। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আযান ও ইকামতের মধ্য সময়ে কৃত প্রার্থনা রদ করা হয় না।” (অর্থাৎ এ সময়ের দো’আ কবুল হয়)। (আবূ দাউদ, তিরমিযী, হাসান) [1]
(186) بَابُ فَضْلِ الْآذَانِ
وَعَنْ أَنَسٍ رضي الله عنه، قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: «الدُّعَاءُ لاَ يُرَدُّ بَيْنَ الأَذَانِ وَالإقَامَةِ». رواه أَبُو داود والترمذي، وقال : (حديث حسن)
وعن انس رضي الله عنه، قال قال رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: «الدعاء لا يرد بين الاذان والاقامة». رواه ابو داود والترمذي، وقال : (حديث حسن)
[1] মুসলিম ৬৬৮, আহমাদ ১৩৮৬৩, ১৩৯৯৯, ১৪৪৩৯, দারেমী ১১৮২
(186) Chapter: The Excellence of Adhan
Anas (May Allah be pleased with him) reported:
The Messenger of Allah (ﷺ) said: "The supplication made between the Adhan and the Iqamah is never rejected."
[Abu Dawud and At-Tirmidhi].
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আনাস ইবনু মালিক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
রিয়াযুস স্বা-লিহীন (রিয়াদুস সালেহীন)
৮/ বিভিন্ন নেক আমলের ফযীলত প্রসঙ্গে (كتاب الفضائل)