পরিচ্ছেদঃ ৪/৭৩. মিসওয়াক করা।
وَقَالَ ابْنُ عَبَّاسٍ بِتُّ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَاسْتَنَّ.
ইবনু ’আব্বাস (রাযি.) বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট রাত যাপন করেছিলাম। তখন তিনি মিসওয়াক করেন।
২৪৪. আবূ বুরদাহ (রহ.)-র পিতা [আবূ মূসা [রাঃ] হতে বর্ণিত। তিনি বলেনঃ একবার আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট এলাম। তখন তাঁকে দেখলাম তিনি মিসওয়াক করছেন এবং মিসওয়াক মুখে দিয়ে তিনি উ’ উ’ শব্দ করছেন যেন তিনি বমি করছেন। (মুসলিম ২/১৫, হাঃ ২৫৪, আহমাদ ১৯৭৫৮) (আধুনিক প্রকাশনীঃ ২৩৭, ইসলামিক ফাউন্ডেশনঃ ২৪৩)
بَاب السِّوَاكِ
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ غَيْلاَنَ بْنِ جَرِيرٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم فَوَجَدْتُهُ يَسْتَنُّ بِسِوَاكٍ بِيَدِهِ يَقُولُ " أُعْ أُعْ "، وَالسِّوَاكُ فِي فِيهِ، كَأَنَّهُ يَتَهَوَّعُ.
হাদীসের শিক্ষা
১. জিহ্বার উপর মিসওয়াক করা। যেমনিভাবে দাঁত ও মাড়ির উপর মিসওয়াক করা হয়।
২. মিসওয়াকের ক্ষেত্রে একটু বেশি করলে কোনো সমস্যা নেই।
৩. মানুষের উপস্থিতিতেও মিসওয়াক করাতে কোনো অসুবিধা নেই। বিশেষ করে যাদের মিসওয়াকের মাধ্যমে অপরকে গন্ধ বা কষ্ট দেয়ার অবস্থা ও পরিবেশ তৈরি হয় না।
৪. এ হাদীস থেকেও প্রমাণিত হয় যে, গাছের কাঁচা ডাল দিয়ে মিসওয়াক করা যাবে।
৫. সাহাবায়ে কেরাম কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি অবস্থা ও অবস্থানের যথাযথ বর্ণনা প্রদানের ঐকান্তিক প্রচেষ্টা।
Narrated Abu Burda: My father said, "I came to the Prophet (sallallahu ‘alaihi wa sallam) and saw him carrying a Siwak in his hand and cleansing his teeth, saying, 'U' U'," as if he was retching while the Siwak was in his mouth."