২০১৬

পরিচ্ছেদঃ ৮৮/ কবরে কাপড় রাখা

২০১৬। ইসমাঈল ইবনু মাসউদ (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে যখন দাফন করা হয়েছিল, তখন তার নীচে একটি লাল চাদরের টুকরা রাখা হয়েছিল।

باب وَضْعِ الثَّوْبِ فِي اللَّحْدِ ‏‏

أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، عَنْ يَزِيدَ، - وَهُوَ ابْنُ زُرَيْعٍ - قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي جَمْرَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ ‏:‏ جُعِلَ تَحْتَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ دُفِنَ قَطِيفَةٌ حَمْرَاءُ ‏.‏

اخبرنا اسماعيل بن مسعود، عن يزيد، - وهو ابن زريع - قال حدثنا شعبة، عن ابي جمرة، عن ابن عباس، قال ‏:‏ جعل تحت رسول الله صلى الله عليه وسلم حين دفن قطيفة حمراء ‏.‏


It was narrated that Ibn 'Abbas said:
"When the Messenger of Allah was buried, a red velvet cloak was placed beneath him."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
২১/ জানাজা (كتاب الجنائز)