১৪৪

পরিচ্ছেদঃ ৫৫. নাক পরিস্কার করা সম্পর্কে।

১৪৪. মুহাম্মাদ ইবনু ইয়াহ্ইয়া ..... ইবনু জুরায়েজ হতে উপরোক্ত হাদীছটি বর্ণিত হয়েছে। তাঁর উক্ত হাদীছে আরো আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যখন তুমি উযূ (ওজু/অজু/অযু) কর তখন কুল্লি করবে।

باب فِي الاِسْتِنْثَارِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، بِهَذَا الْحَدِيثِ قَالَ فِيهِ ‏ "‏ إِذَا تَوَضَّأْتَ فَمَضْمِضْ ‏"‏ ‏.‏

حكم : صحيح (الألباني

حدثنا محمد بن يحيى بن فارس، حدثنا ابو عاصم، حدثنا ابن جريج، بهذا الحديث قال فيه ‏ "‏ اذا توضات فمضمض ‏"‏ ‏.‏ حكم : صحيح (الالباني


The version of Ibn Juraij has the working:
“If you perform ablution, then rinse your mouth.”

Grade: Sahih (Al-Albani)


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ ইবনু জুরায়জ (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আবূ দাউদ (ইসলামিক ফাউন্ডেশন)
১/ পবিত্রতা (كتاب الطهارة )