পরিচ্ছেদঃ ৩৯. স্ত্রীলোকের ব্যবহারের অতিরিক্ত পানি সম্পর্কে
৭৮. আবদুল্লাহ্ .... উম্মু সুবাইয়্যা (খাওলা বিনতে কায়স) আল-জুহানীয়া (রাঃ) হতে বর্ণিত। আয়িশা (রাঃ) বলেছেন, একই পাত্র হতে উযূ (ওজু/অজু/অযু) করার সময় আমার হাত ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইছে ওয়া সাল্লামের হাত পরস্পর লেগে যেত। (ইবনু মাজাহ)।
باب الْوُضُوءِ بِفَضْلِ وَضُوءِ الْمَرْأَةِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، عَنِ ابْنِ خَرَّبُوذَ، عَنْ أُمِّ صُبَيَّةَ الْجُهَنِيَّةِ، قَالَتِ اخْتَلَفَتْ يَدِي وَيَدُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْوُضُوءِ مِنْ إِنَاءٍ وَاحِدٍ .
حكم : حسن صحيح (الألباني
Narrated Aisha, Ummul Mu'minin:
My hands and the hands of the Messenger of Allah (ﷺ) alternated into one vessel while we performed ablution.
Grade : Hasan Sahih (Al-Albani)