পরিচ্ছেদঃ ১০৭২. পশমের তৈরি কিলাদা
ইসলামিক ফাউন্ডেশন নাম্বারঃ ১৫৯৭, আন্তর্জাতিক নাম্বারঃ ১৭০৫
১৫৯৭। ’আমর ইবনু ’আলী (রহঃ) ... উম্মুল মুমিনীন [’আয়িশা (রাঃ)] থেকে বর্ণিত, তিনি বলেন, আমার কাছে যে পশম ছিল আমি তা দিয়ে কিলাদা পাকিয়ে দিয়েছি।
باب الْقَلاَئِدِ مِنَ الْعِهْنِ
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنِ الْقَاسِمِ، عَنْ أُمِّ الْمُؤْمِنِينَ ـ رضى الله عنها ـ قَالَتْ فَتَلْتُ قَلاَئِدَهَا مِنْ عِهْنٍ كَانَ عِنْدِي.
حدثنا عمرو بن علي، حدثنا معاذ بن معاذ، حدثنا ابن عون، عن القاسم، عن ام المومنين ـ رضى الله عنها ـ قالت فتلت قلاىدها من عهن كان عندي.
Narrated `Aisha:
I twisted the garlands of the Hadis from the wool which was with me.
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আয়িশা বিনত আবূ বাকর সিদ্দীক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সহীহ বুখারী (ইসলামিক ফাউন্ডেশন)
২২/ হাজ্জ (হজ্জ/হজ) (كتاب الحج)