আর-রুবাঈ ইবনে সুবায়হ (রহঃ)  থেকে বর্ণিত হাদিস পাওয়া গেছে  ১ টি 
          
          পরিচ্ছেদঃ ১. ইসতিহাযা (রক্তপ্রদরের রোগিণী)
৭৮৪(২৩). ইয়াযদাদ ইবনে আবদুর রহমান (রহঃ) ... আর-রুবাঈ ইবনে সুবায়হ (রহঃ) থেকে এমন ব্যক্তির সূত্রে বর্ণিত যিনি আনাস (রাঃ)-কে বলতে শুনেছেন, মাসিক ঋতু দশ দিনের অধিক নয় (দারিমী, নং ৮৪১)।
حَدَّثَنَا يَزْدَادُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ، ثَنَا أَبُو سَعِيدٍ الْأَشَجُّ ، ثَنَا عَبْدُ السَّلَامِ ، عَنِ الرَّبِيعِ بْنِ صَبِيحٍ ، عَمَّنْ سَمِعَ أَنَسًا يَقُولُ : " لَا يَكُونُ الْحَيْضُ أَكْثَرَ مِنْ عَشَرَةٍ
  হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ  
                           বর্ণনাকারীঃ আর-রুবাঈ ইবনে সুবায়হ (রহঃ) 
 
                            পুনঃনিরীক্ষণঃ
                              
                                          
            
            
          
  
           
      
    দেখানো হচ্ছেঃ  ১ থেকে ১ পর্যন্ত, সর্বমোট ১ টি রেকর্ডের মধ্য থেকে