৫৪৬

পরিচ্ছেদঃ বৃষ্টির জন্য দুআ করার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিভাবে মানুষের দিকে পিঠ ফিরালেন?

৫৪৬) আব্দুল্লাহ ইবনে যায়েদ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বৃষ্টির নামায আদায়ের জন্য (ময়দানে) বের হলেন। অতঃপর তিনি মানুষের দিকে স্বীয় পিঠ ফিরালেন এবং কিবলামুখী হয়ে দু’আ করলেন। তারপর তিনি স্বীয় চাদর উল্টিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ বলেনঃ অতঃপর তিনি আমাদেরকে নিয়ে দু’রাকআত নামায আদায় করলেন। তাতে তিনি আওয়াজ করে কিরাআত পাঠ করলেন।

باب كَيْفَ حَوَّلَ النَّبِيُّ صلى الله عليه وسلم ظَهْرَهُ إِلَى النَّاسِ

৫৪৬- عَنْ عَبْدِ اللَّهِ بِنْ زَيْدٍ قَالَ خَرَجَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَسْقِي قَالَ فَحَوَّلَ إِلَى النَّاسِ ظَهْرَهُ وَاسْتَقْبَلَ الْقِبْلَةَ يَدْعُو ثُمَّ حَوَّلَ رِدَاءَهُ ثُمَّ صَلَّى لَنَا رَكْعَتَيْنِ جَهَرَ فِيهِمَا بِالْقِرَاءَةِ

How the Prophet (pbuh) turned his back towards the people [while offering the Salat (prayer) for rain]


Narrated `Abbad bin Tamim from his uncle: "I saw the Prophet (ﷺ) on the day when he went out to offer the Istisqa' prayer. He turned his back towards the people and faced the Qibla and asked Allah for rain. Then he turned his cloak inside out and led us in a two rak`at prayer and recited the Qur'an aloud in them."